অবিনশ্বর - তন্ময় পালধী
জড়িয়ে রয়েছি দ্যাখো
কষ্ট সয়ে
যন্ত্রণা সয়ে
লাথি খেয়ে
একান্ন দুজনে
ভাগাভাগি করে
জড়িয়ে রয়েছি দ্যাখো।
তারপর পৃথিবীর শ্রেষ্ঠ সকাল!
এবার লড়াই করে
কষ্ট সয়ে
স্বাবলম্বী হলে তুমি
নতুন অতিথি নিয়ে
বিস্মৃতির অতলে ডুবে গেলে
আবারও
কষ্ট সয়ে
যন্ত্রণা সয়ে
লাথি খেয়ে
একান্ন তে বহিরাগত হয়ে
বৃদ্ধাশ্রমে নতুন সকাল
তবুও
জড়িয়ে রয়েছি দ্যাখো।
তন্ময় পালধী
পশ্চিমবঙ্গ, ভারত
-
ছড়া ও কবিতা
-
17-08-2022
-
-