অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
নৃপতি তোমায় - সিদ্ধেশ্বর হাটুই

মরা সকলে বাস করি ভাই রাজার রাজত্বে
ভুলে গেলে চলবেনা তাই রাজাকে সেলামি দিতে।
রাজার আবার মন্ত্রী সভায় থাকেন হরেক মন্ত্রী
সকলের কাজ ভিন্ন ভিন্ন তাতেও নেই শান্তি।
একেই রাজার একই দেশে ভিন্ন ভিন্ন নীতি
প্রজাদের তাতে ক্ষতি হলেও থাকেনা কনো প্রীতি।
রাজার কথায় মন্ত্রীরা নাযদি চলে, বেজায় রাগেন রাজা
তার জন্য সাধারন মানুষ পাবেন কেন সাজা ?
দেশের হোক বা রাজ্যের হোক অফিস কর্মচারী
মন্ত্রীদের কথায় চলে, তাই ভুল করেছে ভারি।
রাজার কথায় মন্ত্রী চলে,মন্ত্রীর কথায় প্রজা-কর্মচারী
কোথাও যদি অনিয়ম হয় তাই বলে সকলেই কলুষধারী।
রাজা-মন্ত্রীর যুদ্ধ হবে প্রজারা কেন পাবে সাজা
কর্মচারীদের দোষ বলে মন্ত্রীরা করবে মজা।
দোষ না করেও দোষী হবে এ কোন দেশের নীতি
যারা করছে তাদের ধরো অনিয়ম-দুর্নীতি।
কর্মচারীদের কাজের মধ্যে হতে পারে এক-আধটু ভুল
কাজ করলেই ভুল হবে, না করলে ভুল নেই এক চুল।
কর্মচারীদের চলতে হয় উপর তলার নির্দেশে
তাই শুনে তারা ভুল করেছে- এই গণতান্ত্রিক দেশে।
এই যুদ্ধ বন্ধ হোক, প্রজা-কর্মচারীরা পাক শান্তি
দেশের –দশের কথা ভেবে হোক সঠিক উন্নতি।
যারা করে চুরি তারাই চোর, সকলেই চোর নয়
চোরেদের ধরে বাকিদের মন করতে হবে জয়।
শান্তি আবার আসুক ফিরে প্রজারা থাকবে খুশি,
সাধারন মানুষ এই টুকু চায়, চায়নাতো এর বেশি।

সিদ্ধেশ্বর হাটুই
বাঁকুড়া, পশ্চিমবঙ্গ