অটোয়া, বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪
পড়বে মনে - ডাঃ সুভাষ চন্দ্র সরকার

যে দিন আমি থাকবো না
চলে যাবো নাম  না জানা;
কোন অজানা দেশে --------
সেদিন  পড়বে মনে আমার কথা, 

যে দিন জানতে পারবে 
আমি  আর ফিরবো না কোনো দিন;
আমার ফেলে আশা স্মৃতি গুলো 
যদি ভেসে উঠে চোখের সামনে 
সেদিন পড়বে মনে আমার কথা। 

যে দিন উপলব্ধি করতে পারবে
আমার বলে যাওয়া কথা গুলো;
যেদিন তোমার কাছে অবাস্তব মনে হতো------
যেদিন একটা সীমারেখায় এসে
তোমার অন্তরে একটু অনুভূতি  যোগাবে;
সেদিন পড়বে মনে আমার কথা,

যেদিন জীবন দর্শন থেকে তুমি 
তোমাকে জানতে পারবে;
তোমার স্বঠিক ভাবনার কথা 
সেদিন পড়বে মনে আমার কথা। 

যেদিন এক বুক ব্যাথা নিয়ে 
আমি দাঁড়িয়ে ছিলাম তোমার কাছে; 
কতো রাত শেষ হয়েছিল বিনিদ্রায়
নিঃশব্দে ঝরেছিল চোখের জল,
সেদিন বুঝতে চাওনি  আমার মনের কথা, 

আজ ঘাত-প্রতিঘাতে তুমি 
পৌঁছে গেছো জীবনের খেয়া ঘাটে;
ফেলে আশা সব স্মৃতি গুলো পিছু ডাকে 
তাই তো  তোমার মনের গোপন ব্যাথা, 
এখন পড়বে মনে আমার কথা।।

ডাঃ সুভাষ চন্দ্র সরকার
মাটিয়া, উত্তর চব্বিশ পরগণা
পশ্চিম বঙ্গ