অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
জল ছুঁয়ে দেখবো - মুহাঃ হাবিবুর রহমান

ল ছুঁয়ে দেখবো বলে জলের অপেক্ষায় থাকি
মেঘ ভাঙা বর্ষনের ধারায় ভিজে যাক প্রকৃতি 
     সে ইচ্ছা অন্তরে পুষে রাখি।
বৃষ্টির ফোটায় জল খেলা করে
আকাশের কান্না নাকি, বেদনা ঝরে?

জলের মাঝে নিজের মাখামাখি জলজ আলিঙ্গনে
রুপময় সময়ের বহতায় স্নিগ্ধ আলোয় প্রাণের মিলনে
     যেদিন গেছে সুদূরেই গেছে অনেক নির্জনে।

জলের ছবি অন্তরের বানী কী জানি, না জানি,
নিরুদ্দেশে থাকা বহু দিনের সুন্দর ভাবনা টানা টানি
     এসবের মাঝে ক্ষুব্ধ হিয়ায় গোপন কথা হয় কানাকানি।

জলের বুকে ঢেউ, স্বপ্নিল ফেনায় বয়ে চলা ধারা অবিরাম
সব টুকু জল ছোঁব তার মতো করে যাবো দূরে
     ধরার বুক চিরে সবুজ প্রান্তর ফুড়ে গ্রাম থেকে গ্রাম।

জল ছুঁয়ে দেখবো বলে মেঘের দিকে চেয়ে থাকি
ঝরা বাদলের রিমঝিম শব্দের অপেক্ষায় গানে গানে ডাকি
     আামার এ জমিন ভিজাও জলধারায়, অন্তরালে তা সবে মাখি।

মুহাঃ হাবিবুর রহমান
প্রভাষক
ইসলামের ইতিহাস বিভাগ
নওয়াবেঁকী মহাবিদ্যালয়
নওয়াবেকী, শ্যামনগর, সাতক্ষীরা