নক্ষত্র ছুঁতে চেয়েছি - টিটোন হোসেন
কতবার তিমিরে বসে নক্ষত্র ছুঁতে চেয়েছি,
ফু দিয়ে উড়াতে চেয়েছি যাতনা;
দক্ষিণা বাহুর দ্বারেদ্বারে কত ভয়,সংশয়,দ্বিধা!
কি বিরুদ্ধ এই মন!
বিকৃত বাঁকানো উদাসী প্রকৃতির মতো;
মুহূর্তে বান ভাঙা বর্ষা আসে....
উজ্জ্বল রোদ্দুরে সমুদ্দুর স্বপ্ন ভাসে;
হেঁসে ওঠে ঝিনুকের ভেতর মুক্তো দানা
কালসিন্ধুর জলোচ্ছ্বাসে....
প্রতিজ্ঞা করেও রাখা হয়নি-
কথার পিঠে কত কথা উপচে পড়েছে;
খেলাপি ঋণ সুদে দেউলিয়া হলো কতজন
দু'হাতে পাহাড় উল্টানোর সাধনে;
বামনের হাত আর চাঁদের দুরত্বে বারবার
আকাশ মাটির ছেদ হয়েছে;
অধরামৃতে কত বাসনা জটলা বাঁধে,
ছিটেফোঁটা জীবন তরঙ্গে কত মিথ্যা......
আগ্নেয়গিরির লাভায় জ্বলে ওঠে যৌবন;
পোড়ানো লাশের চিতারোহণে.....
ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে হয়ে বেঁচে থাকে বাহুল্যতা।
শামুকের ভেতরে সরু দু'টো চোখ-
নখের আঁচড় বালুতটে,বুকে,পিঠে;
অক্ষত ক্ষতের ক্ষেত জুড়ে স্বপ্নের বসবাসে
কতবার তিমিরে বসে নক্ষত্র ছুঁতে চেয়েছি।
টিটোন হোসেন
প্রভাষক, ব্যবস্থাপনা
ধামরাই সরকারি কলেজ, ঢাকা
-
ছড়া ও কবিতা
-
06-09-2022
-
-