অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
শুধু কবিতার জন্যই - গোলাম কবির

( প্রিয় কবি প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায় এর শুধু কবিতার জন্য কবিতা পাঠের আনন্দে  আমার এই কবিতাটি তাঁকেই উৎসর্গ করা।)

সুনীলের মতো শুধু কবিতার জন্যই 
অজস্র রাত জেগে থেকে 
কখনো গভীর বিষাদের অন্ধকারে 
ডুবে যাওয়া, কখনো একটি কবিতার 
জন্ম দিয়ে আর্কিমিডিসের মতো 
রাতের অন্ধকারে অসীম উল্লাসে 
নগ্ন পায়ে বাঁশঝাড়ের 
জোনাকিদের সাথে মিশে যাওয়া।

শুধুমাত্র কবিতার জন্যই কলেজে পড়ার
সময় বহুদিন ইচ্ছে করেই 
সেই পুরনো ঢাকার জগন্নাথ কলেজ
থেকে ক্লান্ত পায়ে একা হেঁটে হেঁটে 
তাজমহল রোডের বাসায় ফেরা ;
চোখে ছিলো স্বপ্ন তখন এইটুকু পথ 
হাঁটার খরচ বাঁচিয়ে ফেব্রুআরির বইমেলা
থেকে নতুন নতুন কবিতার বই কেনা।  

শুধু কবিতা পড়া এবং লিখার জন্যই
একজীবন বন্ধক রাখা কবিতার কাছে! 
শুধু কবিতার জন্যই কবিতার সাথে
প্রেমিকার ভালোবাসার দ্বন্দ্ব লেগে থাকা।

শুধু কবিতাকে ভালোবেসেই একজনমে
জীবনানন্দের মতো বাংলার 
অপরূপ সৌন্দর্য কবিতায় তুলে ধরতে 
না পারার হাহাকারে বুক ভেঙে আসা 
চাপা কান্নার অশ্রু লুকিয়ে ফেলা!  

শুধু কবিতার জন্যই আমার আমিকে
শিরোনামহীন কবিতায় খুঁজে ফেরা।  

কবিতা এবং শুধু কবিতার জন্যই 
একদিন চলে যেতে হবে জেনেও 
কবিতায় অমরত্ব লাভের বিফল আশার 
মরীচিকার পেছনে ঘুরে ঘুরে 
কবিতার প্রেমে পড়ে পতঙ্গের মতো 
কবিতার আগুনেই ঝাঁপ দেয়া। 

গোলাম কবির। বাংলাদেশ