অতলান্তিক - ফরিদ তালুকদার
('নক্ষত্রহীন রাতের আকাশ' এর একটি উপস্থাপন / A presentation from 'Starless Night Sky')
একটি ব্লু জে (Blue Jay) অনর্গল ডেকে যায়---
বিজন বৃক্ষের পত্র শিরায় ধীরে প্রচ্ছদ আঁকে ধাবমান মহাকাল
মানুষের ঘরে ইতিউতি পাল্টে যায় দিনপঞ্জির পাতা, ঘুরে আসে বিশেষ দিন
সময় ঘুরে আসে না, ঘুরে আসে না সেদিনের সেই উচ্ছ্বাস আর!
জনঅরণ্যকে পাশ কাটিয়ে বসন্ত-বর্ষায়—
একাকীত্ব এখানে লীন হয় নির্জনতার প্রাচীরে
সাজ ঘরের বাতিগুলো নিভে গেলে একে একে,
যতোটুকু স্বচ্ছতা পাই অন্তর আলোয়, নিমগ্ন তাতেই নির্ভানায়
কিছু মোহগ্রস্ততা এখনো বুদবুদ তুলে সামাজিক ছাঁচে গড়া মন পাত্রে
কিছু ভুল---!
এক মায়ার মোহন মন্ত্রের ভাসান অন্তরীক্ষের সবটুকু নীল ছায়া জুড়ে, ডেকে নেয়
ডেকে নেয় অহর্নিশ!
বুকের নিশ্বাসে টেনে নেই তার সবটুকু সুগন্ধি---
'মুখোমুখি হই অশুভের, চিহ্নিত ভূবণে পুষে রাখা অচিহ্নিত দানব
এ লড়াই নিরন্তর, এ লড়াই ক্লান্তিহীন---'!
একই চোখের জলে আমাদের কান্নার রংগুলো এক নয় কখনোই
যদি ঝরে একফোঁটা আনন্দ অশ্রু, সেই ক্ষণে সেই বেলা
তবে জেনে নিও এ আমারই জয়
অনেক বৃষ্টি শেষে—
পৃথিবীর দিগন্ত যদি ঝলমলে হয় কোটি সূর্যমুখীর তান্ডবে, তবে জেনো সে আমারই প্রত্যাবর্তন!
শেষ বিকেলের বিষণ্ণতা মুছে বিধৌত আঙিনার পাশে প্রিয় লাইলাক, যদি হেসে উঠে আবারও সেই স্মিত হাসি---
জেনো আমি জেগে আছি, জেগে আছি অনন্ত মৃত্যুর যন্ত্রণা ভুলে!
কিছু চলে যাওয়া মানে চলে যাওয়া নয়
ও যে শুধু---
বিরতিই কেবল!!
ফরিদ তালুকদার
টরোন্ট, কানাডা
-
ছড়া ও কবিতা
-
02-10-2022
-
-