অমাবস্যার ঘোর অন্ধকার - মোঃ আইনাল হক
অমাবস্যার ঘোর অন্ধকারে
নিভে যাবার প্রহর গুনছে দীপ্তমান আলোক শিখা।
জ্ঞান-গরিমা,
মেধা-মনন,
বিজ্ঞান ও গবেষণার সর্বোচ্চ ব্যবহারে
জাতিকে উন্নতির আসনে অধিষ্ঠিত করার কথা।
তবে কেন শোকের এ কালোছায়া শিক্ষাক্ষেত্র জুড়ে?
নৈতিকতার অবক্ষয়,
চারিত্রিক কদর্যতা,
অসম্মান বোধ এবং
অমানবিক আচরণের উজ্জ্বল উদাহরণ ছাত্র সমাজ।
তবে কি;
চরম অব্যবস্থাপনার অশুভ শক্তিতে
ক্ষত-বিক্ষত সুশিক্ষার শরীর?
আজ, কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটির নগ্ন প্রতিযোগিতায় ব্যস্ত সংশ্লিষ্ট কুশীলব।
রক্ষাকারী দেয়াল যদি বিল্ডিং ধ্বংস করে
তবে অভ্যন্তরীণ নিশ্চয়তা কোথায়?
এখন; মান নিয়ন্ত্রিত হয় শিষ্যের মেধা নয়
গুরুর আউটস্ট্যান্ডিং পারফর্মেন্সে;
শিষ্য কাগজ-কলমে কানডিডেট মাত্র।
দেবতারূপী দৃশ্যমান ঘাতকের হাতে
পরাস্ত, ক্ষত-বিক্ষত, রক্তাক্ত আলোকবর্তিকা ।
এভাবে যদি ক্রমশঃ
প্রকৃত শিক্ষার আলোক শিখা থেকে বঞ্চিত হয়
তরুণ প্রজন্ম,
শিক্ষা অভিভাবকের শিশু সুলভ অদূরদর্শী সিদ্ধান্তে
উত্তম আচরণের দীক্ষা লাভে ব্যর্থ হয় জাতি,
তবে দেশের অস্তিত্ব রক্ষা করবে কে?
তাহলে কি!
উদাসীনতার হাতে খুন হবে হাজার বছরের ইতিহাস?
স্বাধীনতা,
সার্বভৌমত্ব,
রক্তক্ষয়ী সংগ্রাম,
সোনালী অতীত খর্ব হবে;
কোন দায়িত্বহীন, অবিবেচক, তোষামদকারীর হাতে?
এহেন দুঃসময়ে
গভীর সংশয়ে সংকটাপন্ন আমার নিরীহ সময়
মোঃ আইনাল হক
রাজশাহী বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
05-10-2022
-
-