অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
খুঁটে খুঁটে খাই - মনজুর শামস

ঘাড়ের ওপর দীর্ঘশ্বাসের আঁচে পিছনে তাকিয়ে দেখি 
বানডোবা কৃষ্ণচূড়া থকথকে কাদায় লেপ্টে 
হাঁসফাঁস করছে, ওকে উদ্ধারে আখেরে 
লাভ হবে না ভেবে আমি আর সময় 
নষ্ট করলাম না, উচ্ছিষ্টের খোঁজে 
হাইিব্রিড কর্পোরেট করিডোর 
ধরে হাঁটতে থাকলাম

একটু সামনে গিয়ে ‘বিচার চাই’, ‘বিচার চাই’ ছেঁড়া
পোস্টারগুলো অবলীলায় উপেক্ষা করে ‘চাকরি চাই’
বিজ্ঞাপনগুলো পড়তে থাকলাম দারুণ উৎসাহে 
ভীষণ বিরক্ত হলাম বেতনের দাবিতে 
গার্মেন্টসকর্মীদের দুঃশব্দ স্লোগানে

আর...
মনের দেয়ালতোলা অলিন্দে পূর্বপুরুষের ‘ইনকিলাব জিন্দাবাদ’ ধ্বনির
টুঁটি চেপে ধরে উঠে আসতে থাকলো জপমালার নতজানু উচ্চারণ- 
‘জেলিফিশ জিন্দাবাদ, জুতোর মালা জিন্দাবাদ’,
‘জেলিফিশ জিন্দাবাদ, জুতোর মালা জিন্দাবাদ’,
‘জেলিফিশ জিন্দাবাদ, জুতোর মালা জিন্দাবাদ’,
‘জেলিফিশ জিন্দাবাদ, জুতোর মালা জিন্দাবাদ’...

মনজুর শামস
[অনুবাদক, লেখক, কবি, সাংবাদিক, বর্তমানে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় গবেষক হিসেবে কর্মরত, ঢাকা, বাংলাদেশ]