আমি কবি নই ।আমি কবিতা লিখি। কিন্তু কবি হতে পারিনি বিশ্বাস করুন।আমি যেমন মানুষ দেখেছি তেমনটি লিপিবদ্ধ করেছি মাত্র। কবিতা হয়নি। কবি হতে পারিনি।যেটা আঁকতে চেয়েছি তেমনটা আঁকতে পারিনি।চারপাশে অসংখ্য মরীচিকা দেখেছিতাদের ঠেলে এগিয়ে যেতে পারিনি একটুও ফলে কবিতা হয়ে ওঠেনি। কবি হইনি।যেখানে দেখেছি সৌন্দর্যঅনেকেই সেখানে হয়তো অশ্রু বর্ষণ করেছে।ফলে সেখানেও অসফল আমি।কবিতা হয়ে ওঠেনি। আমি কবিতা লিখতে পারিনি। আমার পথে যেটা বাধা হয়েছে সেটাই হয়তো অন্যের পদধুলি ধন্য সবুজের সমারোহে আচ্ছন্ন।এমন হতভাগা আমি বাঙালি হয়ে একটাও কবিতা লিখতে পারিনি আজ পর্যন্ত।বিশ্বাস করুন আমি কবি হতে পারিনি ----সত্যেন্দ্রনাথ পাইন। পশ্চিমবঙ্গ