শীতল চট্টোপাধ্যায় এর দু'টি কবিতা
কবিতা
মাঝে - মাঝেই বক্ষস্থলটাকে যখন
একেবারেই ফাঁকা - শূন্য মনে হয় ,
নিজেকে খুঁজে বেড়াই নিজের ভেতর ,
সেই - সব হারানোর আমাকে ,
সব ফিরিয়ে দেয় কবিতাই ৷
মাঝে - মাঝে জীবন যন্ত্রনার সব স্রোতকে
থামিয়ে দেয় কবিতা স্রোত ৷
মাঝে -মাঝে অভিমানের পথ ধরে
জীবন প্রান্তে পৌঁছুতে চাওয়ার ইচ্ছেকে ,
কবিতাই ফিরিয়ে আনে জীবন কবিতার মূল স্রোতে ৷
কবিতা কথায় অনুবাদ হয় প্রকৃতি কথা ,
কবিতায় উচ্চারণ হয় বাতাসের বাউল কথা ,
রাতের বৃন্ত থেকে খসে পড়া ভোরের ক্ষণ লেখা হয়
সময় অক্ষরের কবিতায় ৷
দুধেল ডানার জ্যোৎস্না কথা ,
জোনাক -জোনাকির আলো কথা ,
ফুটে চলে নিঃশব্দের রাত কবিতায় ৷
হেমন্তে - হৈমন্তী
হেমন্তে একা হাঁটে হৈমন্তী ৷
ঘাসেরা শিশির ছোঁয়ায় তার পায়ে ৷
ধীর - স্থির - শান্ত হেমন্তের নীরবতায়
হৈমন্তী বোনে তার দৃষ্টিকথা ৷
দিনের পথ শেষের আগেই শেষ হয়ে
সন্ধে আসে এগিয়ে ৷
হিমকণার চাদর গায়ে আকাশ ,
ডানা বদলানো বাতাসে ওড়ে
নিরুত্তাপের আলতো ঠান্ডা ,
ঘুমিয়ে পড়া শিউলি - কাশের গায়ে
হৈমন্তী তার আদুরে আঁচল বুলিয়ে দেয় ৷
শীতল চট্টোপাধ্যায়
জগদ্দল , পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
09-10-2022
-
-