অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
শেষ বসন্ত - মুতাকাব্বির মাসুদ

সুখের লাগিয়া ভালোবাসার পত্রপল্লবে
বেধেছি ঘর
বহুমাত্রিক সুখের মারবেল খেলায়
মন ভরে না কেনো ?
শরতের শেষে-পাতা ঝরা বিষণ্ণ দিন
বিমূর্ত মেঘের মুক্তাঙ্গন
সেঁতসেঁত চোখের শাটারে
তোমার আনাগোনা
নক্ষত্রের পতিত আলোয়
লুকোনো বিষণ্ণ আবেগের সমাধি
সেঁওতির মতো বুকের ভেতর 
পাথরে পাথরে সাজানো 
দেবাশ্রিত তোমার পাথুরে মূর্তি 
তোমাকেই মনে পড়ে বেশি
দ্বিধীকরণ প্রেমের অনল অঙ্গন
দিনের শেষ বসন্ত-রোদের রূপোলী শরীর
তবুও তোমার হয় না দ্বিরাগমন
আমার মধ্য বসন্ত দিনে !

মুতাকাব্বির মাসুদ
শ্রীমঙ্গল, বাংলাদেশ