অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
ইচ্ছের পূর্ণতা - শুভ জিত দত্ত

তুমি চাইলে রংধনু প্রলেপ 
নিমিষেই ছেয়ে যেতো
শোভা পেতো আকাশ জুড়ে
রঙিন তুলির ছোঁয়া

সাতটি রং এর মেঘেরা এসে
অবলীলায় ভীর জমায়
চির চেনা ছবিটি যেন মনে হয়
শিল্পীর তুলিতে আঁকা

কখন তুমি দেখবে চেয়ে
রইবে অবাক হয়ে
তোমার জন্য আকাশ কেমন
সেজেছে রঙিন হয়ে

তোমার কে ঘিরে তাদের কত
আয়োজনের শেষ নেই
পূর্ণতা পাক তাদের ইচ্ছা
তোমার পদচারণায়।।

শুভ জিত দত্ত 
ঝিনাইদহ, বাংলাদেশ