অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
মুতাকাব্বির মাসুদ এর নতুন দু'টি কবিতা

লাশ
কোনো এক হলুদ বিকেলে
পথের মাঝেই আমি এখন পথ খুঁজি-
অনিরুদ্ধ জীবন খুঁজি
ক্লান্ত মুসাফিরের মতো।

আমি হারিয়ে যাই অরণ্য শালিকের
সম্মোহিত রূপোলী চোখের ভেতর
বিকম্প নূরানী ডানার ভেতর
অনন্ত মৃত্যুর চিত্রকলায়।

অন্তহীন গোলাপি দিগন্ত,
বৈরাগী আলোর নেশায় পথহীন পথ,
আলোর ছায়ায় নেশার ঘোরে
ডিমের কুসুমের মতো ; তপ্ত কড়াইয়ে
বেমালুম মিশে যায়,
পাখির মখমলি লোমের ফাঁকে,
পরজীবি ইচ্ছেগুলো দিনের শেষে,
হারিয়ে যায় পরিশ্রুতির আড়ালে।

গোলাপি গোধূলির লেলিহান শরীরে
অগুনতি নক্ষত্রের লাশ,
নিসাসে পচা দুর্গন্ধ- এখানে জীবনের শব্দ
চাপা পড়ে যায় !

প্রতিবন্ধী জীবন পাখির কঙ্কাল হয়ে
পড়ে থাকে পিশাচী মৃত্তিকায়,
মধ্য রাতে গঙ্গাজলে ভেসে যায়
হারিয়ে যায় গঙ্গা কইতর,
সমুদ্রের উদাস উন্নিদ্র বুভুক্ষু জঠরে
তমিস্রার বুভুক্ষু ঢেউয়ের ঠোঁটে!

সেদিন দেখেছি হলুদ ঘাসের জমিনে
সাদা সাদা বকের লাশের মিছিল!
তাদের বরফ সাদা ডানার হাওয়ায়
আমিও লাশ হয়ে মিশে যাই ক্রমাগত
মৃত্যুহীন মৃত্যুর অন্ধ আলোয়,সাদা সাদা
মেঘের  ভেতর - আসমানের নীল নীল
চোখের ভেতর, অনন্ত মৃত্যুর মিছিলে!

কাঁকন বন্দি ভালোবাসা
ভালোবাসার কোনো ইউনিফর্ম নেই-
নেই কোনো প্রতিষ্ঠান-
নেই সময় দশটা- পাঁচটা -
তাই ভালোবাসার মজা-ই আলাদা !
নেশার মতো শৈশব- কৈশোর হয়ে
যৌবন থেকে ভারি চশমার করিডোর পর্যন্ত!
মগজের স্তরগুলো ভেঙ্গে গেলেও
ভালোবাসার আটপৌরে ফ্রেমে
কখনোই জং ধরে না!
তিতলি এসব বুঝেও আগের মতো হাঁটে না
শেফালী বিছানো পথে
শিশিরে গা ভেজানোর কথা
এখন আর তাঁর মনেই পড়ে না
সে এখন এক অদ্ভুত ভালোবাসার কাঁকনে বন্দি!

মুতাকাব্বির মাসুদ
শ্রীমঙ্গল, বাংলাদেশ