হৃদয়ে পুলক জাগে - তপন কুমার বৈরাগ্য
ঝল মল মল শিশির বিন্দু
ধানের ডগায় আলো,
হৃদয় মাঝারে ওঠে শত ঢেউ
ঘুচে যাবে সব কালো।
ময়না শালিক হয়েছে মালিক
মেতে ওঠে সুরে সুরে,
এসো আজ প্রাণ ধরো সবে গান
রবে কেন সবে দূরে?
কাশের বনেতে হিমেল বাতাস
হেমন্তরাজ আসে,
মাঠ ভরে গেছে সোনার ধানেতে
ফুলের সুবাস ভাসে।
ঝিরি ঝিরি বায়ু তিরি তিরি জলে
কাশ ফুল সব ঘুমে,
নীল আকাশেতে খুশির আমেজ
মাটির পরশ চুমে।
বাগানে ফুটেছে গাঁদা ফুল কত
ছুটে আসে ওই অলি,
নতুন ধানেতে ঘর ভরে ওঠে
ফুটেছে মনের কলি।
তপন কুমার বৈরাগ্য
পূর্ববর্ধমান
ভারত
-
ছড়া ও কবিতা
-
26-10-2022
-
-