অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
নির্মল কুমার প্রধান এর দু'টি কবিতা

জীর্ণ সাঁকো
নিজের লাভটা সবাই বোঝে ---
আমি-তুমি-সে আমরা- তে মিশেল নয়
তাই মুখ থুবড়ে পড়ে আছে
ক্রম ক্ষয়িষ্ণু মানবতার জীর্ণ সাঁকোটা , 
সবাই জেনেও বুঝেও স্থবির, নিশ্চুপ! 

ক্ষতির অঙ্কটা শুধু শেখা মাত্র , 
চর্চার লক্ষ্য লাভের ক্ষুদ্র পরিচ্ছেদটা
কিন্তু লাভের গুড় যে পিঁপড়েকে দিতেই হয়
---সেটা স্মৃতিভ্রষ্ট ব'লেই বুঝি
দৌড় দৌড় শুধু দৌড় জীবনের প্রতিমুহুর্তে।

এখন মানবতার রঙধনুটা ক্রমশঃ ফিকে
সাম্য-মৈত্রী-ভ্রাতৃত্ব-বন্ধুত্বের রঙগুলো বিবর্ণ
প্রান্ত -দিগন্তের মান ও হুঁশের ভঙ্গুর স্তম্ভ, 
সময়ের চটে যাওয়া পথ ধরে 
কি ক'রে ছুটবে জীবনের বেপরোয়া গাড়িটা?

সমুদ্র তট
বিন্দু বিন্দু বালু আর দূর শূন্য তট
ধূ ধূ ধূসরতা ভরা সীমাহীন পট। 
তার পাশে নীল জল, ফেননিভ ঢেউ
খাঁখাঁ দেশ, ভালো বেশ- হারায় যে কেউ। 
চরে লাল কাঁকড়ারা করে ছোটাছুটি 
বেদুইন ঢেউয়েরা খায় লুটোপুটি। 
রোদ ঝিলমিল করে, বালু চিকচিক 
নিসর্গ প্রকৃতি এসে ধরা দেয় ঠিক।
চর জুড়ে আল্ পনা, কত আঁকিবুঁকি 
মন গুলো পড়ে রয় হ'য়ে তট মুখী।
দিনে-রাতে প্রকৃতির রঙ করে ভিড়
ভালোলাগা সেখানেই বাঁধে তার নীড়।

নির্মল কুমার প্রধান 
দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ