অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
সময়ের সমীকরণ - মোঃ আইনাল হক

চ্ছা; তোমার কি গতদিনের কথা মনে পড়ে?
গতমাস, গত পরশু বছরের শীত অথবা বসন্তের?
তোমার যে দাদি গত হয়েছেন তার কথা? 
তোমার দাদার দাদার কথা মনে পড়ে? 
শৈশবের স্মৃতিবিজড়িত মর্মস্পর্শী গ্রাম?  
গত শতাব্দী যে পৃথিবী রেখে গেছে তার কথা?
খুব কাছের যে বন্ধুটা গত হয়েছে তার কথা? 
কিন্তু হায়! আমাদের সে দায়বদ্ধতা কোথায়। 
পার্থিব সমৃদ্ধির অসীম চাহিদায় 
হারিয়ে যায় অবহেলিত সোনালী অতীত,
মুখথুবড়ে পড়ে থাকে পাংশু সময়ের ব্যর্থ সমীকরণ। 
শুধু আমরা মুখোমুখি বসি
যোগ-বিয়োগের খাতায় সঞ্চয়ের প্রলুব্ধ প্রবনতায়,
ভুলে যাই অতীত, 
ভুলে যাই রক্তক্ষয়ী সংগ্রামে অঙ্কুরিত জাতিসত্ত্বা।

বিগত দিনের পরিক্রমায় নিভৃতে চলে গেছে 
সংগ্রামী সময়,
বিরহী শতাব্দী,
সোনালী অতীত, 
কিংবা বুকের কাছে নিঃশ্বাস ফেলা অতি প্রিয়জন।
আগামীতে আমাদেরও ছেড়ে যেতে হবে
এই শুভ্র নীলাকাশ;
পাখি ডাকা ভোর,
খুব কাছের মানুষ, 
কোলাহলপূর্ণ নাগরিক জীবন,
এমন কি সবচেয়ে প্রিয় মায়া ভরা এ পৃথিবী। 
প্রজন্মের হাতে ছেড়ে দিতে হবে একান্ত অধিকার।
অসংখ্য প্রজন্মের ভিড়ে ক্রমেই হারিয়ে যাবে অস্তিত্ব; 
হারিয়ে যাবে প্রিয় অপ্রিয় সময় 
কালের বিবর্তনে হারিয়ে যাব তুমি, আমি ও আমরা।

মোঃ আইনাল হক 
রাজশাহী, বাংলাদেশ