অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
অনাহারে প্রতিবাদ - শ্রী রাজীব দত্ত

ময়ের দাবীতে আমরা বড়ই দিশেহারা,
কবিতাও যেনো বড়ই অভিমানী,
কলমটাও কি আজ পরিশ্রান্ত,
নাকি, পাগল লেখক হারিয়েছে তার পাগলামি।

প্রতিবাদীরাও আজ বড়ই ক্লান্ত,
প্রতিশ্রুতি বার বার করছে দিগভ্রান্ত,
ভবিষ্যতের মেরুদন্ড আজ রাস্তায় শুয়ে,
ভাগ্যের শেকল ছিঁড়ে, সুদিন কি? আসবে ফিরে।

বাসে - ট্রেনে, তুমি, আমি বা আমরা,
রাত দিন চলে রাজনৈতিক তরজা,
কেউ বা লাল, কেউ নীল কেউ নিরপেক্ষ,
অপরাধের মাপকাঠি, অর্থের পরিমাণ সাপেক্ষ।

ঘুরছে জগৎ, ঘুরছে মাথা,
মাথার মাথায় দামী ছাতা,
যেমন ছিল গত দিন, আজও তেমনি আছে,
কেউ থাকেনি, প্রতিবাদীর পাশে মানবিকতার সাজে।

শ্রী রাজীব দত্ত 
কলকাতা, পশ্চিমবঙ্গ