অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
টান - ডাঃ হর্ষময় মণ্ডল

ভূমিটান গ্রামের রাস্তায় আর হাঁটতে পারি না 
তবুও মহানুভবতা দেখাতে 
খালি পায়ে হেঁটে চলেছি। 

কত মিলন সেতু ছিল বাল্য - কৈশোরে 
কত লাড়া মাঠে ঘুরে ঘুরে
কুড়িয়েছি ধানের শিষ, 
মেঠো ইন্দুরের গর্ত থেকে এনেছি 
লুট করে নিয়ে যাওয়া নবান্নের অন্ন।
তারপরেও বয়ে যাওয়া সকালে বিকালে 
শিশির মাখা কত কড়াইশুঁটি গাছ এনেছি বয়ে 
ভিতরে ভিতরে আনন্দ কোলাহল 
গোরুর গাড়ির চাকার ঘর্ষনে একাকার।
ভাবনাহীন জীবনে ছিল 
ভাতে বিউলির ডাল, পুঁইশাক শুটকি মাছের ঝাল।

সেই স্বাদ মনে করি না এখন 
জিভ বদলেছি, হৃদয়ও
যানবাহনের কালো ধোঁয়া, টেনশন 
সব, সব নিয়ে  - হোটেল, বার 
পপ ড্যান্স আর ককটেল। 
অস্থির হৃদয় নিয়ে 
কী খুঁজে ফিরি ভুমির টানে, ভূমিটান গ্রামে? 
জানি না ,কিচ্ছু জানি না।

ডাঃ হর্ষময় মণ্ডল
বড়জোড়া , বাঁকুড়া