স্কুল জীবনের ধারা - দীপঙ্কর চৌধুরী
মনে পড়ে যখন–তখন অতীতের মুহূর্ত
স্কুল–জীবনের ধারাটি ছিল বেশ মধুত্ব।
কত নবীন সঙ্গী–সাথীর সঙ্গে আলাপ হত
হৃদয়াঙ্গ স্পর্শিত হয়ে দোলা দিয়ে যেত।
স্কুল–জীবনের একেকটি দিন ছিল সর্বশ্রেষ্ঠ
যার স্থান বিশ্বভুবনে সবচেয়ে মহত্ব।
একেকটি দিন, একেকটি মুহূর্ত, নানা বেরঙ্গিন
যাহা কভু সমাজ বক্ষে হবে নাকো মলিন।
নানান সময়ে নানা সঙ্গী হত চেনাজানা
কাহার আবার রাগারাগি মানতো তবে মানা।
এমন তেমন দিন আসত, হতাম একাত্ম–
নানান ধারা, জীবন যাত্রায় ক্রমশঃ বয়ে যেত।
এখন তবে সেসব স্মৃতি হানা দেয় সবে
মহাকাল বেঁচে রবে মহান ভুবন মাঝে।
কত আসে, চলে যায়, এ জীবন ধারায়...
স্কুল–জীবন'ই পরম প্রিয় এহ আঙিনায়।
দীপঙ্কর চৌধুরী
পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
15-11-2022
-
-