অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
"মা" - দেওয়ান সেলিম চৌধুরী

প্রথম  দু'চোখ  মেলে দেখেছিনু তাঁরে
তৃপ্তির হাসি ছিল মুখে। 
নিজের ক্লান্তি ভুলে, মলিন কাপড়ে
তুলে নিলো মোরে বুকে। 
মুহূর্তে চুপ হয়ে যাওয়া, কান্না আমার, 
কি আশ্চর্য স্বর্গীয় সুখে। 
আজও খুঁজি সেই হারানো স্বর্গ 
জীবনের সুখে দুঃখে।
জীবন সায়হ্নে দেখি,আমি কত নির্বোধ, 
সময়ে কখনো করিনি তার কোন  ঋণ শোধ। 
যে আজও দুর্দিনে অন্ধকারে ভালোবেসে 
ধরে আছে সাহসের ছাতা। 
অফুরন্ত ভালোবাসা ফুরায়না যার 
তিনি মোর গর্ভধারিণী মাতা 
আমার চোখের দেখা একমাত্র জীবন্ত বিধাতা।

দেওয়ান সেলিম  চৌধুরী 
অটোয়া, কানাডা