আমিতো হারিয়ে যাওয়ার পথেই হাঁটছিক্রমাগত বিপন্ন সূর্যের তপ্ত মস্তিষ্কেরবিভ্রান্ত উষ্ণতায়মানুষ তাঁর জীবন থেকে বারবার খসে পড়া নক্ষত্রের নীল অধরেঝুলেঝুলে ভুলে যেতে চায় দিবসেররূপোলী শরীরপরিযায়ী পাখির ক্লান্ত নিসাসেনিঃসঙ্গ আঁধারে মানুষ সুখের ফানুশ ওড়ায়ভুলে থাকার সুখের জীবন্তিকা দুখেরছেড়া কাগজে হারিয়ে যায় আমি কারো জীবনের নক্ষত্র নইনক্ষত্রের ভয়ানক অসুখ এখনব্যাধিত গোধূলির আকাশেনীল সারসের সাদা সাদা দিগন্ত প্রসারিত ডানায়অসুখেরা ওড়ে বেড়ায় লাল অসুখ নীল অসুখ আমি আমাকে ভুলে যেতে চাই ঝরে পরা মৃত নক্ষত্র যাত্রা পথে হারিয়ে গেলেওসে কি আকাশেই ফিরে যায়?যদি যায়- তো সেই মাতাল নক্ষত্রের দিকেচেয়ে চেয়ে ফেরার পথ হারালেও না ফেরারলক্ষ্যে পৌঁছে যাবো নিশ্চিত আমিও আর ফেরার স্বপ্ন দেখি নাকিছু কিছু অবহেলা আর অপ্রেম স্বপ্নহীন করে তোলে ; ফুল পাখি আরশালবনের কুমারী কুমির কিংবাতন্বী হরিণীর যৈবতী শরীরজীবন বড়-ই অদ্ভুতহৃদয়হীন এক পরম্পরামানুষ তবুও বেঁচে থাকতে চায়জোছনার আধারে লুকোনো বৈরাগী-দুখিনী চাঁদের সফেদ কোমল পুরুষ্টু বুকেআমার আজ আর সেই ইচ্ছেও নেইসে কল্পনার - সেই স্বপ্নেরও দেহাবসান হয়েছেআমার আর এখন কোনো ফুলেই আসক্তি নেইমৃত মানুষের এসব থাকেনা! ভালো থাকুক জারুল বনের উড়াল যত কিশোরী প্রজাপতি ভালো থাকুক বাইক্যা বিলের শাপলা সালুক ভালো থাকুক বটতলা আর চৌরঙ্গীরচিতই পুলি ভাপা পিঠা ভালো থাকুক কাটাবনের ফুটপাতে শুয়ে থাকাপুরোনো যতো বই খাতা ভালো থাকুক কাঁটার আড়ালে লুকিয়ে থাকাআমার বিগত যৌবনের চপল চঞ্চল পাপড়ি হারা যতো গোলাপ মহুয়া ! মুতাকাব্বির মাসুদ শ্রীমঙ্গলবাংলাদেশ
Ashram Bengali Magazine, Ottawa