মেঘ ভাসে জলে - টিটোন হোসেন
এই বিস্তৃত জগৎ
আর আমি আমারেই চিনিলাম না ক্ষণকালে;
এই অতৃপ্ত লোভাতুর চোখ দিয়ে চেয়ে থাকি
মনের সাগর যেন উন্মাদ বানে টানে।
বিশাল পাহাড়ের গা স্পর্শে ফিরি বারবার
ভারবাহী পশুর মতো;
এই বিস্তৃত জগৎ চলছে চলবেই স্বপথে...
বেলা গড়িয়ে গেলে;কে কার বোঝা টানে?
এই বিস্তৃত জগৎ জুড়ে যদি এই ছোট্ট বাতাসটুকু-
আর কখনো না আসে ফিরে;
আমার আমিকে খুঁজে নেবো অসীমে
কিসের ব্যথা?কার ব্যথায়?কে কাঁদে?কে কার?
এই শূন্য ঘরে কে আর বাতি জ্বালায় সন্ধ্যাকালে।
এই বিস্তৃত জগৎ ছেড়ে
হিমালয় বরফের দেশ থেকেও বহুদূর...
আমিও নিরুদ্দেশ হবো কোনোকালে;
মাটির বুক ফুঁড়ে রেখে দিয়ো...
আমি আর কখনোই সাগর ছুঁতে চাইবো না।
তোমাদের সুখ উল্লাসের ছলকানিতে
যদি গহীনের মতোই আরো গহীন অতলে-
আমাকে খুঁজতে যাই অসীম অন্ধকারে;
অতল কিনারায় লেপ্টে থাকা আয়নায়
তোমার তুমিকে দেখে নিয়ো সযতনে।
এই বিস্তৃত জগৎ তোমার তুমিতে আবদ্ধ,
আমিও বের হতে চাই,খুঁজতে চাই আমাকে;
কাঙাল চাহুনির নিছক ছলনায়-
ক্লান্তিতে দেখি ওপারে সাদা মেঘ ভাসে জলে।
টিটোন হোসেন
ঢাকা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
02-12-2022
-
-