অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
দূর যাত্রায় - দিলীপ মণ্ডল

লেছি দীর্ঘ যাত্রা
নদী পথ ধরে
নৌকায় আমি আছি
অনেকের ভিড়ে।
বিকেলের আলোতে রঙে
মেঘের খেলায়।
রঙে রঙে ভরে ওঠে
প্রকৃতি শোভায়
শিশুরা খেলা করে
নদী বালু চরে
খেয়া ঘাটে মাঝিরা ডাকে
এপার --- ওপারে।
কত নামে সে সুর
কখনও বা গানে
অবাক চোখে তে দেখি
কত ছবি তীরে।
হটাৎ চোখেতে চোখ
মিলায়ে কখন
তোমার আঁখিতে থমকে
গেলো গো --- যখন।
অপলক দু নয়নে দেখার
কত কৌতূহল
মনের পটেতে খোঁজ
কত শত উত্তর।
তনু মনে গুন গুনিয়ে
জেগে ওঠে শিহরণ
হৃদয় থমকে যায়
মায়াবী ইশারায় সমোর্পণ।
এই কি সেই তবে
মনের মানুষ
দুরু দুরু কাঁপে বুক
নিজেতে – এলোমেলো বেহুঁশ।
দূর হতে মাঝিদের
নামার আকুতি
তুমি - - আমি – বিবশ
আরো দেখার মিনতি।
রুপের ছটায় স্নিগ্ধ পূর্ণিমার জোয়ার
যৌবন তরঙ্গে উত্তাল কুল ভাসাবার।
আমার স্বপ্ন ঘোর ভেঙে দিয়ে শেষে
আড়ষ্ট দু পায়ে নামো
আরো ফিরে দেখার আশাতে।
স্তনভারে আনত মুখ
দ্বিধা – লজ্জ্যায় রক্তিম
দু- হস্ত- নৃত্য- ছন্দে- নামো
কূলে দিশাহীন।
বুক করে ঢিপ ঢিপ আবেগ—আকুল পরশ
ভিজে পাটাতনে ঘষে
ভয়ার্ত – জলে পরার ত্রাস।
লাফিয়ে – হাওয়াতে ভেসে
আমার দু হাতে –
ভেসে তুমি এসে পড়ো
জড়িয়ে আত্মাতে।
ভয়ে আর্তনাদে – শুকনো
মৃত্যুর বিভীষিকা
বেঁচে তুমি ফিরে আসো
আর্ত চিৎকারে – হারানোর ব্যাথা।

  - দিলীপ মণ্ডল