চলেছি দীর্ঘ যাত্রানদী পথ ধরেনৌকায় আমি আছিঅনেকের ভিড়ে।বিকেলের আলোতে রঙেমেঘের খেলায়।রঙে রঙে ভরে ওঠেপ্রকৃতি শোভায়শিশুরা খেলা করেনদী বালু চরেখেয়া ঘাটে মাঝিরা ডাকেএপার --- ওপারে।কত নামে সে সুরকখনও বা গানেঅবাক চোখে তে দেখিকত ছবি তীরে।হটাৎ চোখেতে চোখমিলায়ে কখনতোমার আঁখিতে থমকেগেলো গো --- যখন।অপলক দু নয়নে দেখারকত কৌতূহলমনের পটেতে খোঁজকত শত উত্তর।তনু মনে গুন গুনিয়েজেগে ওঠে শিহরণহৃদয় থমকে যায়মায়াবী ইশারায় সমোর্পণ।এই কি সেই তবেমনের মানুষদুরু দুরু কাঁপে বুকনিজেতে – এলোমেলো বেহুঁশ।দূর হতে মাঝিদেরনামার আকুতিতুমি - - আমি – বিবশআরো দেখার মিনতি।রুপের ছটায় স্নিগ্ধ পূর্ণিমার জোয়ারযৌবন তরঙ্গে উত্তাল কুল ভাসাবার।আমার স্বপ্ন ঘোর ভেঙে দিয়ে শেষেআড়ষ্ট দু পায়ে নামোআরো ফিরে দেখার আশাতে।স্তনভারে আনত মুখদ্বিধা – লজ্জ্যায় রক্তিমদু- হস্ত- নৃত্য- ছন্দে- নামোকূলে দিশাহীন।বুক করে ঢিপ ঢিপ আবেগ—আকুল পরশভিজে পাটাতনে ঘষেভয়ার্ত – জলে পরার ত্রাস।লাফিয়ে – হাওয়াতে ভেসেআমার দু হাতে –ভেসে তুমি এসে পড়োজড়িয়ে আত্মাতে।ভয়ে আর্তনাদে – শুকনোমৃত্যুর বিভীষিকাবেঁচে তুমি ফিরে আসোআর্ত চিৎকারে – হারানোর ব্যাথা।
- দিলীপ মণ্ডল
Ashram Bengali Magazine, Ottawa