কবিতা - নির্মল কুমার প্রধান
নীচতা
নীচু জমিতেই জল জমা হয়
তা সে নোংরা আবর্জনা পূর্ণ হোক্
কিংবা স্বচ্ছ পরিস্কার হোক্
--- এটা জলের স্বাভাবিক ধর্ম।
দীনতা হৃদয়-মন, মাথাকেও
নীচু করে ব'লেই জীবন সুন্দর হয় ,
অন্যের আশীর্বাদ নামে, সুকৃতি জমে ,
কিন্তু অহংকার অন্যকে নীচু করালেও
নিজের ক্লেদ-চর জমে সীমাহীন
উঁচু -ঊষর করে জীবন ভূমিকে ,
আর সংস্কার নিজেকে কিঞ্চিৎ সুখী করলেও
মাথাটা অসম্ভব নীচু হ'য়ে যায় ।
সহজিয়া পথ
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ---
ভগবানে প্রতীতি জন্মায়
অন্তঃকরণের লালসা-অভিলাষ মিশ্রণে ,
দীনতা সম্পৃক্ত হৃদয়ের আকুতিতে
মূর্ত হ'য়ে উঠে ঈশ্বরের মোহনীয় রূপ।
সত্যের দৃঢ়তায় সচ্চিদানন্দের সাধনা
জন্মান্তরের সুকৃতি,দীনতা ও সহিষ্ণুতা
আধ্যাত্মিকতাকে নিয়ে যায় উন্নত সোপানে ,
মেঠো হৃদয়ের পাঁক-পদ্ম-প্রেম
জীবনকে নিবেদিত করে সুচারু রূপে।
ঈশ্বর স্বয়ং সত্যকে স্বাগত জানায়
অপেক্ষা করে সত্যাশ্রয়ীর দিকে দৃষ্টি রেখে
তাই সত্য এত দৃঢ় , কঠিনসাধ্য ,
অটল হিমাদ্রি হ'য়ে স্থিতু অনন্তকাল
জীবনের সহজিয়া পথ পরিক্রমায় আজও।
নির্মল কুমার প্রধান
দক্ষিণ ২৪ পরগণা
পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
04-12-2022
-
-