অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
মোহাম্মদ ইল্ইয়াছ'র দু'টি কবিতা

পবিত্র মাটি ও মা
দি দাও উজাড় করে দাও
যদি খাও উদরপূর্তি করে খাও
যদি দাঁড়াও সটান হয়ে দাঁড়াও
যদি কিছু বলো স্পষ্ট করে বলো।

যদি আকাশ ছুঁতে চাও
পাখা মেলো দিগন্তের ওপাড়ে 
যদি স্যাটেলাইট দেখতে চাও
মহাশূন্যে ভাসো উপগ্রহ হয়ে। 

যদি নদীর স্রোত ডিঙাতে চাও
বিদ্যাসাগরের মতো ঝাঁপ দাও
প্রিন্স দ্বারকানাথের জাহাজে ওঠো
রামমোহনের মতো সতীর চিতা নেভাও।

যদি পারো তিতুর মতো কেল্লা গড়ো
মাষ্টারদার মতো বিপ্লবী হও
প্রীতিলতার মতো প্রাণ দাও অকাতরে
যদি পারো একাত্তরকে ডাকো পুর্নবার।

চতুর্দিকে সেই চিরচেনা সন্ত্রাস
তোমাকে চায় এ পবিত্র মাটি ও মা।

অবেলার গান
যেতে হয় যাবো, এতো তাড়া কিসের মরমী
তোমার বাগানে রঙিন শতফুল ফুটেছে জানি
ভালোবাসতে হয়, ভালোবাসবো পুনর্বার আমি
তাইতো পলাশ  কৃষ্ণচুড়ো রঙিন হয়েছে দ্যাখো।

যদি ছুঁতে হয় ছোঁবো, কিন্তু ঘটা করে ক্যানো
তোমার আকাশজুড়ে দেখি চাঁদের জোছনা
দিগন্তে কপোত-কপোতির প্রীতির উড়াল
মেঘ-মেঘালির নেই কোন ত্বরা আনাগোনা। 

যদি বসতে হয় বসবো, খোলা রেখো দুয়ার 
হাওয়া যেন চুমকুড়ি খায় তোমার পালঙ্কে 
জোনাকিরা আলো জ্বেলে নিশিকে ফর্সা করে
রাতের পাখিরা যেন রজনীকে পাহারা দেয়।

এই যাওয়ার কি যবনিকা হবে! পড়ন্ত আয়ুর গতি-
তোমার আঁচল ছিড়ে বিনাশী নদীতে ঝাঁপ দেবে
তুমিও কি আমার সারথি হবে অবেলার বন্ধু? 
আমার পদচ্ছাপ মুছে যাবে ধরণীর মাটিতে।

মোহাম্মদ ইল্ইয়াছ 
ঢাকা,বাংলাদেশ