দু'টি কবিতা - সিদ্ধেশ্বর হাটুই
আমি চিনেছি তোমায়
আমি চিনেছি তোমায় এক টুকরো জীবনের ক্যানভাসে
তুমিতো সত্তাযুক্ত বিদ্যুতের আলো সেই মেঘলা আকাশে ।
আমি দেখেছি তোমায় লুন্ঠিত করে নাচার প্রদীপের শিখা নেভাতে !
কত মুক্তির পথে পথে চলতে দেখেছি তোমায়, ব্যথাহত দৃষ্টিতে ।
তোমায় দেখেছি আমি ঐ রাস্তার পাশে, গভীর জঙ্গলের গহীনে
বসতির মাঝে নিশুতি রাতে দীপ্ত দিবালোকে কুসুমকাননে ।
তোমাকে দেখেছি অথৈ সমুদ্রে নিরন্তর খেয়া পারাপার করতে,
তুমি মৃত্যুঞ্জয়ী অবসান অন্তিমের ধূসর জীবনের গোধূলিতে ।
চাইলেই তুমি আসোনাতো কাছে, সেতো তোমার অভিলাষে,
তাইতো তোমার পাষাণহৃদয় গলেনা নিঃসঙ্গ অশ্রু তাপে !
তুমি এলে ঠাঁই পায় সোনার দেহ অসীম শূন্যে ভূমির অতলে
তুমি চির শান্তির শ্রেষ্ঠ ঠিকানা, বিরাজ করো প্রকৃতির কোমল কোলে।
ছাড়বেনা তোমার পিছু
কে জানে, কে কখন চলে যায় ওপারে !
জন্ম হলেই মৃত্যু হবে, রাখে কে আর তারে ।
কতজনা জন্ম নেয় এ ধরাতে- বিকলাঙ্গ হয়ে ,
কেউ আবার যায় চলে অন্য জনের ভুলে !
এ দুনিয়ায় কত পাপি পুনঃপুন করেই চলেছে ভুল !
কবে হবে পাপের সাজা ? গুনবে তার মাশুল ।
তোমার আনন্দে অন্যের মৃত্যু, বিবেক করবে তোমায় ক্ষমা ?
কেন এত অসচেতন হয়ে করছো গুনাহ জমা।
যে জন জন্ম থেকে অঙ্গহীন, তার দোষ কী আর বলো,
কত ব্যথা সইবে জীবনে, কী ভুলে এই সাজা সে পেলো ?
বিধি তোমার পায়না কান্না, লাগেনা ব্যথা বুকে ?
একটিবার, শুধু একটিবার তুমি চেয়ে দেখো এই নিচের দিকে ।
সেই যদি পাঠাবে ধরায় , কেন অসমাপ্ত দেহে পাঠাও ?
তুমিও কী অন্যের পাপের প্রতিশোধ তার উপরে নাও !
যারা মত্ত হয়ে -ঐ নিষ্পাপ শিশুদের মায়ের কোল করছো শূন্য
পারলেইনা বুঝতে , কী করলে তুমি ! মানুষ নয় বাজারের পণ্য ।
যার হারালো তার-ই গেলো, তোমার হলনা কিছু,
অপরাধ তোমার ছাড়বেনা কভু, ছাড়বেনা তোমার পিছু।
সিদ্ধেশ্বর হাটুই
বাঁকুড়া, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
11-12-2022
-
-