অভিমান - জাহিদ হাসান
এতোটা অভিমান করোনা
যতটা অভিমানে অভিযুক্ত হৃদয়ের কম্পন নিয়ন্ত্রণ হারায়,
চোখের পাতা শুষ্ক থেকে তলিয়ে যায় সিক্ততায়,
চঞ্চলতা রূপ নেয় নিরবতায়,
যতটা অভিমানে কথারা শব্দের দূরত্ব ভেঙে অর্থ হারায়।
এতোটা অভিমান করোনা
যতটা অভিমানে অভিযুক্ত শহরে মেঘ জমে,
প্রকৃতি স্নিগ্ধতা হারায় অতঃপর বৃষ্টি নামে,
অবাধ্য চুল ছোঁয়া চিঠি ধূসর হয় ইচ্ছের পরিত্যক্ত খামে,
যতটা অভিমানে অভিযুক্ত শহরের ক্ষতস্থানে লোনা পানি জমে।
এতোটা অভিমান করোনা
যতটা অভিমানে অভিযুক্ত ফুলের সদ্য ফোটা পাপড়ি ঝরে,
লোনা বর্ষণে স্বপ্ন চারায় পচন ধরে,
বহু বাসনায় সজ্জিত ঘর জমাট কথার আগুনে পোড়ে,
যতটা অভিমানে আর্তনাদ আর হাহাকারে স্মৃতি ঝরে।
এতোটা অভিমান করোনা
যতটা অভিমানে তুমিময় শহরে অব্যক্ত ব্যথার কারণ বাড়ে,
তিলে তিলে গড়া স্বপ্ন প্রাসাদে ফাটল ধরে,
ইচ্ছেগুলো অকালে মরে অভিযোগে চাপা হৃদয় ভাড়ে,
যতটা অভিমানে ভালোবাসা ভেঙে দুটি হৃদয়ের দূরত্ব বাড়ে।
জাহিদ হাসান
রংপুর,বাংলাদেশ।
-
ছড়া ও কবিতা
-
11-12-2022
-
-