অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
অনুমতি পত্র - মোঃ আইনাল হক

বিনাশ; 
আমাকে শুনতে পাচ্ছ নিশ্চয়? 
যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরপাক খাওয়া মন
আজ ভীষণই ক্লান্ত;
চরম অবাধ্যতার উচ্চ শিখরে বিরহী এ মনের অবস্থান।
এক জীবনে আর কতই অপেক্ষা করা যায়, বলো?
আমার মান,
আমার অভিমান,
আমার অপেক্ষা,
আমার পাবার আকাঙ্ক্ষা;
এ সব কিছুই কি তোমার কাছে মূল্যহীন, অবিনাশ?

অবিনাশ;
একটা মন বুঝার সহজ সমীকরণ আজও শিখলে না
জানলে না একটা মানুষের হৃদয়ের আকুতি! 
কতটা আবেগি হলে পারে
বারবার তোমার কাছে ছুটে যাই,
হৃদয়ের চিত্রনাট্যে আঁকি একই দৃশ্যপট,
বলতে পারো?
মনের সীমান্তে দাঁড়িয়ে আছি অতন্দ্র প্রহরী হয়ে 
সেখানে তুমি ব্যতীত যে কারো অনুপ্রবেশ নিষিদ্ধ।

শুধু একটি বার ফিরে চাও অবিনাশ; 
হৃদয়ের গলিতে নেমে দেখে নাও
কত রকমারি আয়োজনের পসরা সাজানো।
তোমাকে পাবো বলে___
আজো দখিনা দোয়ার খোলা রেখেছি,
চাতকিনী বেশে স্বপ্নের বাসরে আসর পেতে
পথ পানে চেয়ে অপেক্ষার প্রহর গুনছি।
অবিনাশ;
এক পা 
দু পা করে চলে এসো 
চির চেনা সেই পুরাতন ঠিকানায়.....

মোঃ আইনাল হক 
রাজশাহী, বাংলাদেশ