অনুতাপ - সিদ্দিকা ফেরদৌস তরু
আমি তোমার দিকে তাকিয়েছিলাম
বহুক্ষণ, বহুসময় পলকহীন দৃষ্টিতে।
তুমি কেন জানি নিজেকে লুকাচ্ছিলে।
আমি জিজ্ঞেস তোমায় করেছিলাম
“কেমন আছো”
তুমি যেন অপ্রস্তুত হয়ে নিচু মাথা করে
শুধু বলেছিলে “ভালো আছি “
তোমার ভালো আছি কথাটায়
আমি অনেক ভাষা বুঝেছিলাম
তোমার না বলা কথাটি হয়তো।
তুমি হয়তো ভেবেই নিয়েছিলে,
এতো বছর, এতো সময় পর
হয়তো তোমায় আমি গেছি ভুলে।
হৃদয়ের গহীনে যে ছিলো
তারে ভুলি কেমনে?
পথভোলা পথিকের মতো
হৃদয়ের অলিতে-গলিতে ঘূর্ণায়মান
স্মৃতিগুলোই সম্বল আমার এখন।
কালস্রোতে খন্ডিত,চূর্ণিত জীবনখানি
কখন যে গেছে ভেসে পাইনি কিনারা,
শুধুই অনুতাপ, আপেক্ষ মানেনা ধারা।
সিদ্দিকা ফেরদৌস তরু
গাইবান্ধা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
11-12-2022
-
-