যদি হইতাম প্রকৃতি - এ.এস.প্রাঙ্গন
যদি হইতাম প্রজাপতি
ফুলে ফুলে উড়তাম,
গাঁয়ের রঙ হইতো ভিষণ সুন্দর
মধু আহরণ করতাম।
যদি হইতাম শালিক পাখি
কৃষ্ণচূড়া খুঁজতাম,
শীতের পরেই শিমুল ফুলে
বসন্তের আহবান জানাতাম।
যদি হইতাম ঘাস ফড়িং
লতা পাতায় দুলতাম,
সবুজ ঘাসের শিশির জলে
দেহ খানা ভিজাইতাম।
যদি হইতাম ভোমরা
গুন গুন গান গাইতাম,
গাছের ঢালে প্রাসাদ দেয়ালে
নিজ মাটির ঘর বানাতাম।
যদি হইতাম জোঁনাক পোকা
মিটি মিটি জ্বলতাম,
কাঁশ বনে আনমনে
নিজের আলো ছাড়াতাম।
যদি হইতাম বৃষ্টির ফোঁটা
টুপটাপ ঝঁরতাম,
টিনের চালে টুংটাং শব্দে
ভালোবাসা ছড়াতাম।
যদি হইতাম ঐ নীল আকাশ
সাদা মেঘের আভা,
গাংচিলকে ডেকে বলতাম
সঙ্গে আমার যাবা?
যদি হইতাম বকুল ফুল
আঙিনায় সৌরভ ছড়াতাম,
ঝরে পড়লেও রমনীর খোপার
মালা হইয়া থাকতাম।
যদি হইতাম রংধনু
সাত রঙ নিজের জ্বালাইতাম,
নিজ রঙ সৌন্দর্য বিলিয়ে দিয়ে
সবার দৃষ্টি কাড়তাম।
যদি হইতাম পাহাড়ি ঝর্ণা
মরুর বুকে চল চল স্রোতে বইতাম,
সবটুকু নিজের বিলিয়ে দিয়ে
সজীবতা নিয়ে আসতাম।
যদি হইতাম প্রকৃতি
পাহাড় জুড়ে ভাসতাম,
সাগর হয়ে পশ্চিম পাড়ে
আকাশ টাকে ছুঁইতাম।
এ.এস.প্রাঙ্গন
মাইজদী,নোয়াখালী
-
ছড়া ও কবিতা
-
11-12-2022
-
-