কর্ণফুলী নদী - ইভা আলমাস
কুমারীর কপোলের লাজমুখী তিল,
ছুঁয়ে যায় প্রেমিকের বিদগ্ধ মন।
অজান্তে কেন জানি পোড়ামুখী ক্ষণ
অন্তর জুড়ে শুধু করে ঝিলমিল।
সারা মুখে আবীরের রঙিলা ফেনীল।
কিছু নয় তার রূপে সবুজের বন,
চাঁদ তারা সূর্য নদী নন্দন,
অপরূপ সুন্দরী কুমারী সলীল।
উড়ে এসে গায়ে বসে কত যে ভ্রমর,
কত মধু শুষে নেয় কত শত ছলে।
কখনো কুমারী মুখে ফোটে নাতো বুলি,
ব্যথা সব গিলে খায় নামিয়ে নজর।
তিল নয় কুমারীর ক্ষত জ্বলজ্বলে,
তোমরা দিয়েছো নাম নদী কর্ণফুলী।
৪/১১/২০২২খ্রি.
ইভা আলমাস
পতেঙ্গা, চট্টগ্রাম।
-
ছড়া ও কবিতা
-
11-12-2022
-
-