মনে কেন থাকবে ভয়করতে হবে জীবন জয়তুমি যদি আলো জ্বালোপৃথিবীটা হবে ভালোসুখে দুখের ধারা নিয়েসাগর পানে নদী বয়।মন থেকে সব মুছবে ছলবুকের মাঝে থাকবে বলথাকবে যারা আজকে ছলেদুদিন পরে নয়ন জলেআত্মবলে সরোবরেফোটাও এবার শতদল।উল্টো নহে সোজা দিকসব কিছুতে থাকবে ঠিকহও না তুমি যতোই দুখিপরকে করো এবার সুখীহৃদয় যদি খোলা থাকেদেখবে গাছে ডাকছে পিক।জ্বালতে হবে আলো আজসবার তরে করো কাজথমকে তুমি থাকো যদিথেমে যাবে জীবন নদীএপাড় ভাঙে ওপাড় গড়েচলার পথে এটায় সাজ।তপন কুমার বৈরাগ্যসাহাজাদপুরনাদনঘাটপূর্ববর্ধমানভারত
Ashram Bengali Magazine, Ottawa