অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
জীবনধারা - তপন কুমার বৈরাগ্য

নে কেন থাকবে ভয়
করতে হবে জীবন জয়
তুমি যদি আলো জ্বালো
পৃথিবীটা হবে ভালো
সুখে দুখের ধারা নিয়ে
সাগর পানে নদী বয়।

মন থেকে সব মুছবে ছল
বুকের মাঝে থাকবে বল
থাকবে যারা আজকে ছলে
দুদিন পরে নয়ন জলে
আত্মবলে সরোবরে
ফোটাও এবার শতদল।

উল্টো নহে সোজা দিক
সব কিছুতে থাকবে ঠিক
হও না তুমি যতোই দুখি
পরকে করো এবার সুখী
হৃদয় যদি খোলা থাকে
দেখবে গাছে ডাকছে পিক।

জ্বালতে হবে আলো আজ
সবার তরে করো কাজ
থমকে তুমি থাকো যদি
থেমে যাবে জীবন নদী
এপাড় ভাঙে ওপাড় গড়ে
চলার পথে এটায় সাজ।

তপন কুমার বৈরাগ্য
সাহাজাদপুর
নাদনঘাট
পূর্ববর্ধমান
ভারত