শ্রীকান্তের প্রতি - সুমিতা চৌধুরী
আমার প্রেমের মালাখানি আজও রয়েছে পড়ে গোপনেই,
দেওয়া হয়নি তা তোমায় কোনোদিনই শ্রীকান্ত।
কতো কথাই আজও রয়ে গেছে অবলাই,
হয়তো তুমি শুনতে চাওনি বলে, হয়তো মনের গোপন অভিমানে।
আমি কারো কাছে মা, কারো কাছে বারাঙ্গনা,
তোমার কাছে কি আমার পরিচয় জানার প্রয়োজন হয়নি কখনো।
হয়তো বা বিনা নামালেখ্যে বহুকাল ধরে এক সম্পর্কের তারে বাঁধা আমি তোমার সাথে,
যা স্বেচ্ছায় বহন করে আমার হৃদয় সবখানে, প্রতিক্ষণে।
হ্যাঁ, আমিও এক নারী,
চেয়েছিলাম এক প্রিয়জনের সংসারে সসম্মান অধিষ্ঠান।
কিন্তু, ভাগ্যের নির্মম পরিহাসে কালের বৈতরণীতে ফিরেছি কতোই,
শেষকালে সেই আবার দেখা, সেও বুঝি ভাগ্যের ফেরে।
হে শ্রীকান্ত, হে বাল্যসখা, হে প্রেম,
তুমি কি বুঝেছো আমায়? চিনেছো আমার মন?
যার প্রতিটি অলিন্দে লেখা আছে শুধু তোমারই নাম, সযত্নে।
দেখার ফুরসৎ কি পেয়েছো তা কোনোদিন?
বড়ো জানতে ইচ্ছে করে তোমার হৃদয়ের কথা,
খুব সাদামাটা ভাবে জানতে সাধ যায় আমায় নিয়ে তোমার ভাবনাগুলো।
আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই সংসারের খেলায় মাততে ইচ্ছে করে,
আদরে সোহাগে মান অভিমানে জড়িয়ে থাকতে ইচ্ছে করে তোমার সাথেই আজীবন।
সাহসকে আমার করেছি আভূষণ, আত্মরক্ষার্থে।
তবু বড়ো ভয় পাই প্রতিনিয়ত অনুক্ষণ, তোমায় নিয়ে,
ভয় পাই বিচ্ছেদের, বিরহের, হারিয়ে যাওয়ার,
শেষবেলায় এক নিশ্চিন্ত আশ্রয় চাই, হ্যাঁ, তোমারই কাছে, ভীষণ আকুলতায়।।
সুমিতা চৌধুরী। পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
13-12-2022
-
-