অচেনা - সত্যেন্দ্রনাথ পাইন
তোমাকে আমি চিনতাম না
হেমন্তের মধ্যাহ্নে
বসন্তের আগমনে
কিংবা
স্পন্দিত গঙ্গার ঢেউয়ের তালে তালে।
তুমি ছিলে একান্তই লুকোনো
একটা প্রেমময়ী হরিণী তখন।
শাড়িতে জড়ানো লজ্জা ঢাকা আবরণে।
সৃষ্টির প্রথম খেলাঘরে
জমানো প্রাণের অস্ফুট তৃষ্ণায়
পরশে জাগালে প্রাণে
হঠাৎ
মনের হরষে যখন
প্রেমের শিহরণ
মনে লাগলো আলো
রক্তে মিশে গেল
নতুন আবেগ।
আজ শূন্য চারিধার, শূন্য সে খেলাঘর
তাই খুঁজি
এই বুঝি
আসবে তোমার ডাক
তবুও চিনিনা আজও
তোমায় চিনিনা।।
সত্যেন্দ্রনাথ পাইন। পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
13-12-2022
-
-