অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
মৃত সম্পর্ক - প্রেরণা বড়াল(লিলি)

কিছু মানুষ  আপ্রাণ চেষ্টা করছে, সম্পর্ক গুলকে ধরে রাখার জন্য।
কিন্ত কি করে ধরে রাখবে?অধিকাংশই তো এখানে পণ্য।
প্রায় প্রত্যেকে আত্ম সম্মানের নামে আত্ম সন্তুষ্টিতে মগ্ন।
তা সে যেভাবে যে পথেই হোক,হোক না সে নগ্ন।
মায়ের রক্তে রক্তাক্ত হাত হোক কিংবা বাবার মৃত্যুর ফাঁস।
আবার মায়া মমতার গলাটিপে সন্তানেরই
করছে নাশ।
তার ভেতরেও সম্পর্ক বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করছে।
কেহ কেহ তার জন্য প্রাণপাত করে চলেছে।
কতক আছে, তারা শরতের মেঘের মত ভেসে বেড়াতে ভালোবাসে।
কিছু উদাস, আনমনা,নির্মোহী,কিছুতেই কিছু না যায় না আসে।
সম্পর্ককে টিকিয়ে রাখার তাগিদে হয়ত অনেকেই লড়ছে।
তবুও কেন যেন ধীরে ধীরে সে মৃত্যুর মুখে ঢলে পড়ছে।
আর মৃত সম্পর্ক থেকে- উৎকট দুর্গন্ধ বেরিয়ে আসছে।
বেশিরভাগই তটস্থ। তবুও  অদ্ভুত,   অবলীলায় সব মেনে নিচ্ছে।
এর জন্য দায়ী কে?সমাজ,শিক্ষা,সংস্কার?
কে ভাবে--, কে-ই বা নেবে এর দায়ভার?

প্রেরণা বড়াল(লিলি)
ছত্তিসগড়,রায়পুর
ভারত