অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
একটি বার্তা - ফরিদ তালুকদার

নুতন করে আর কিছু পড়া হয় না এখন
কিংবা বলা যায় পড়তে পারি না!

একটি বার্তা টেবিলের উপর
একটি বার্তা ঘরময় বাতাসে ঘুরে বেড়ায় 
একটি বার্তা; এখন অরণ্যের কান্নাকে বুকে নিয়ে, রাস্তার মোড়ে মোড়ে বিজ্ঞাপনী সব বিল বোর্ডকে ধিক্কার জানাতে এগিয়ে যায়
একটি বার্তা…

দিনমান আমি শুধু তাকেই নাড়াচাড়া করি, মনের পর্দায় রেখে আলো জ্বালাই, নির্নিমেষ চেয়ে থাকি ভাষাহীন শূণ্য দৃষ্টিতে, বুকের গহীনে বয়ে বেড়াই নিরন্তর অন্তক্ষরণে…
একটি বার্তা---

দখলীসত্বের লড়াই সকল প্রাণীরইতো মজ্জাগত, বেঁচে থাকার অমোঘ তৃষ্ণায়ই হয়তো?
কিন্তু দানবীয় মোহের দাস মানুষ আমরা
সর্বংসহা এই মাটিকে লালসার জলে, আকাংঙ্খার সীমাহীন দস্যুতায়, নিত্য ডুবাই আর নিত্য ভাসাই
আমাদের লাগামহীন ক্ষুধার প্রচ্ছদই এখন ধরিত্রীমাতার পাংশু মুখ!

আমার হাতের রেখায় কোনো রক্ত নেই
তবুও, নৃশংসতার চরমে উত্তীর্ণ এক খুনির এই জোড়া হাত!
একটি মায়াবী ফুলের বার্তা নিশিদিন---
সেকথাই আমাকে জানিয়ে দেয় তার অনাঘ্রাত ঘ্রাণে
আমাকে পাঠায় প্রায়শ্চিত্তের কারাগারে!

বিবেকের সব অভিধান ঘেঁটেও, তার কাছে ক্ষমা চাওয়ার মতো একটি শব্দও আমি আর খুঁজে পাইনা কোথাও!
একটি বার্তার কাছে আমি তাই নতজানু হই সকাল সন্ধ্যায়
এই অন্তরে অন্তর গুঁজে, একটি মায়াবী ফুলের কাছে আনত হয়ে আমি পড়ে থাকি সবটা প্রহর!
জানি থাকতে হবে এমনই বাকীটা জীবন!

‘তবুও চিৎকার করে আমি বলতে পারি না---
তোমাদের অযৌক্তিক উচ্চাকাঙ্ক্ষার নিচে পিষ্ট করে আর কোনো শৈশব, আর কোনো কৈশোরকে হত্যা করো না, বন্ধ করে দিও না এই ধরিত্রীমাতার নিঃশ্বাস!
কারণ আমার হাতের এই তালুতেও যে রয়েছে এক খুনীর কালো দাগ’!!

(‘নক্ষত্রহীন রাতের আকাশ' এর একটি উপস্থাপন / A presentation from ’Starless Night Sky’)
নভেম্বর ১৫, ২০২২
ফরিদ তালুকদার
টরন্টো, কানাডা