অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
নীলাঞ্জনাকে বলছি - সুদীপ কুমার চক্রবর্তী

মেঘলা আকাশের মতো নির্বিকার এতো
অন্তত তোমাকে মানায় না। হাসোএকটুখানি হাসো।

কঠিন রোগশয্যায় শুয়ে পৃথিবী এখন  - আলোয়ানে ঢেকে আছে রৌদ্রজ্বল মুখ।
বুকভরা নিশ্বাস হয়তো তার একমাত্র বাঁচার আশ্বাস।

আমাদের অবুঝ হৃদয়ে জেগে আছে কবেকার গুচ্ছ নালিঘাস- বিছিয়ে রয়েছে পড়ে তারই উপরে অচ্ছুত মারণরোগ সন্দেহ ভাইরাস।

তুমি আজ মুক্ত নীলাঞ্জনা  - মেলে দাও বিহঙ্গের উন্মুক্ত ডানা। দূধারে বনপথ ধরে  দেখো ক্রমশ কমে আসছে দিগন্তের আলো  - আমদের অসমাপ্ত গল্প কথাগুলো এখনই বলে নেওয়া ভালো।

এরপরে অন্ধকার সিঁধ কেটে শুয়ে থাকবে জ্যোৎস্না ভেজা নগ্ন ছায়াপথ ।এখন উল্লাস নয় শুধু আরোগ্য শপথ। স্বপ্ন নিয়ে ছুটে আসবে নীল মধ্যরাত  - নিঝুম নৈঃশব্দ্য আর মৌনমৌতাত।প্রতিবারই  আসবো  ফিরে জীবনের ভারকেন্দ্র পরিক্রমা করে  - শূন্যতায় প্রশ্ন করে যাবো বারংবার  নির্বোধের মতো
তোমাকে না ভালোবেসে আমি বাঁচবো কি করে !

সুদীপ কুমার চক্রবর্তী
গাজীপুর, হাওড়া