অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
মানুষের মন - দেওয়ান সেলিম চৌধুরী

তি যত্নে গড়িলে প্রাণ, সে কোন কাজে
না যদি রহিবে তুমি সৃষ্টির মাঝে, সকাল সাঝে
আনন্দ হয়ে না যদি বিরাজো  হৃদয় মাঝে
কি লাভ বলো ভয় হয়ে থাকা শাস্ত্রের ভাজে?
ভালোবাসায় কেন করিলেনা স্নান, প্রাণের মেলায়
কেন ঠেলে দিলে মানুষের মন, চূড়ান্ত হেলায়
কেন নিজেকে জড়িয়ে রাখা, এই লুকোচুরি খেলায়?
আজো দেখো গরীবেরা দিশেহারা, ঘুরিতেছে দ্বারে দ্বারে
শুষ্ক কণ্ঠে তোমারই নাম, জপিতেছে বারে বারে
সমস্ত ক্লান্তির পর, দিনের শেষে
তোমারই আসন খানি পাতিছে আঁচলে ঘষে
তোমাকে ভোগ দিয়ে যা থাকে বাকী, করিছে ভক্ষণ
কত বিশালতায় পূর্ণ দেখো মানুষের মন।
এর চেয়ে কি হতে পারে উত্তম আসন?
মানব হৃদয়, সে কি নয় নিরাপদ আশ্রয়
তোমার দৈন্যতাকে প্রসাদ ভেবে, যারা তোমারই গাহিছে জয়।
এত সুন্দর আসন ছেড়ে, অনন্ত দূরে বেছে নিলে তব সিংহাসন
যার কাছে ম্লান হয়ে যায় মানুষের মন।

দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা