ঋণ মুক্তি – দেওয়ান সেলিম চৌধুরী
প্রথম নিঃশ্বাসেই ঋণী হয়ে গেছি আমি,
প্রকৃতির কাছে।
শেষ নিঃশ্বাসে দিয়ে যাবো, সবটুকু তাকে
যা কিছু আছে।
কিছুই নেবোনা সাথে, মিথ্যে অজুহাতে
রেখে যাবোনা কোন ঋণের বোঝা
শেষ হবে জীবনের সব লেনদেন
প্রয়োজন হবেনা আর আমাকে খোঁজা।
প্রয়োজনে যতটুকু করেছি গ্রহণ
জীবন ধারণে
যতটুকু দিয়েছিলে তুমি জীবনের
অস্থিত্বের কারণে।
কৃতজ্ঞতায় সবটুকু তার, দেবো ফিরায়ে
তোমারই শীতল চরণে।
শেষ নিঃশ্বাসে দিয়ে যাবো আমি সব
নিস্তব্দ পাথরের মত পড়ে রবো, তব মাঝে
করিবোনা কলরব।
তোমার দেয়া সবটুকু ঋণ,
বুঝিয়া লইও শেষে
ঋণের শেষে এক হয়ে যাবো
তোমার মাঝে মিশে।
দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
04-01-2023
-
-