সময় তুমি – দেওয়ান সেলিম চৌধুরী
সময়, তুমি চলিছ দূরন্ত বেগে, উড়ন্ত রথে
সৃষ্টির আদি থেকে, বর্তমান হয়ে ভবিষ্যতের পথে
কত কি দেখছ তুমি, কত না জানা ইতিহাস
হাসি কান্না ব্যদনার, কত দীর্ঘশ্বাস।
ক্ষণে ক্ষণে দেখেছ তুমি বদলে যাওয়া প্রকৃতির রূপ
গরম পরিবেশ থেকে শুরু করে বরফের যুগ।
মানুষের মত উলঙ্গ প্রাণী তুমি দেখেছ কত
গহীন বনের মাঝে বাস করা জন্তুর মত।
বস্ত্র ছিলনা গায়ে, সমস্ত শরীর ছিল লোমে ঢাকা
সেখান থেকে নকল করে বুঝি আদমের ছবি আঁকা।
কত দেবতার জন্ম দেখেছ, দেখেছ কত অবতার
দুনিয়া কাঁপানো শক্তি দেখেছ, দেখেছ ব্যর্থতার।
শয়তান দেখেছ তুমি, দাপট তার না হেরে যাওয়ার
দেখেছ অনাদরে হেরে যাওয়া স্বপ্ন বিধাতার।
দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
12-01-2023
-
-