অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
বিকেল হলো - মুহা. নজরুল ইসলাম

বিকেল হলো উঠ্ রে উঠ্,
খেলবো মাঠে গোল্লাছুট।
ওপার থেকে আসছে ডাক,
উঠবি নাকি ভাঙবো নাক!

‌কাল কিনেছি নতুন বল
আর দেরি নয় জলদি চল্,
অনেক খেলা খেলবো আজ,
চল ফেলে সব অন্য কাজ।

গাঁয়ের ছেলে জমলো সব 
গমগমাগম আসছে রব। 
দারুণ মজা হবে ভাই,
চল মাঠে ওই জলদি যাই।

পড়ার সময় পড়বো খুব 
বিকেলে চাই খেলায় ডুব। 
সুস্থ দেহ সবল মন
আমরা হবো দেশের ধন।

নয় দেরি আর এবার চল্
ভাঙ ভাঙ তোর ঘুমের ছল।
ওই ছেলেদের সঙ্গে আজ,
জিতে মাথায় পরবো তাজ।

মুহা. নজরুল ইসলাম
কুমিল্লা, বাংলাদেশ।