অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
সময় - সিদ্দিকা ফেরদৌস তরু

জীবনটা হয়ে পড়েছে সময়ের বেড়াজালে আবদ্ধ, 
বেড়ে চলেছে দিন মাস বেড়েছে বছর 
বেরুবার পথ নেই সব যেন রুদ্ধ। 
এখন ভাবনার কাছেই ঘুম আর শান্তি করেছে নির্দ্বিধায় সমর্পণ, 
বর্তমানকে যেন অবলীলায় করছে  খুন। 
কর্ম চিন্তায় সময়ের অনবরত হানা নিষ্ফল যুদ্ধ, সময়ের কাছে হার মানা। 
রাতের পরে রাত ঘুম জাগা চোখ  বয়স বেড়েছে যেন কত যে যুগ। 
মাঝে মাঝে নিজেকে খুঁজি, 
নিজের মধ্যে প্রশ্ন জাগে 
“আমি কে? 
জীবন যুদ্ধের হয়তো  লড়াকু সৈনিক, 
নয়তো বা হেরে যাওয়া ক্লান্ত পথিক। 
আসলে আমি সময়ের বেড়াজালে বন্দী এক মানুষ। 

সিদ্দিকা ফেরদৌস তরু
গাইবান্ধা, বাংলাদেশ