অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
নোলক - মুতাকাব্বির মাসুদ

পাখির ঠোঁটে প্রাণের শিস যদি থাকে 
চাঁদের চোখের বেলকনিতে
নক্ষত্রের তাজমহল যদি থাকে
অরণ্যের কুয়াশাজড়ানো কপোলে
রোদের তিলক যদি থাকে
পাহাড়ের নরম মৃত্তিকায়
সূর্যের তপ্ত আদর যদি ঘুমিয়ে থাকে
প্রজাপতির রকমারি বিমোহ ডানায়
ঈশ্বরের অরূপ অমরাবতীর
আল্পনা যদি থাকে
আমি তোমার সোঁদা মাটির
গন্ধে ভরা শরীরের ভাঁজে ভাঁজে
ভাওয়াইয়া আর ভাটিয়ালির
সুর তুলে দেবো
তুমি কী জানো 
তোমার  বিন্দু বিন্দু পসিনা ভরা
বাঁশির মতো চিত্রার্পিত কোমল নাকের
চপল নোলকে
চর্যাপদের অবিনাশী শিল্প 
দোলে দোলে দোল খায়
ভালোবাসার ঢেউ তুলে
আমার কলিজার নিরম্বু নিজন গহীনে ? 

মুতাকাব্বির মাসুদ
২২-০১-২০২৩
শ্রীমঙ্গল, বাংলাদেশ