অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
ডাক - প্রেরণা বড়াল (লিলি)

ডাক ডেকে কয় ডাকের কাছে।
হরেক রকম ডাক যে আছে।
মুখের ডাক তো আছেই আছে
রকম ফের  তার প্রচুর  আছে। 

বিরক্ত না হও তোমরা পাছে,
অল্প বলব সবার কাছে।
যেমন ধরো আস্তে ডাক, 
জোরে ডাক, চেঁচান ডাক, 

ফাটান ডাক, ইশারায় ডাক, 
চুপিচুপি ডাক, ভালবাসার ডাক,
মেজাজের ডাক,আদরের ডাক, 
রাগের ডাক,কাতোরের ডাক । 

কম না সেও পেট বলে তাই ,  
বেশি খেলে ঢেকুর তোলা তাই।
আরো ডাকে তার খিদে পেলে।
গ্যাসের ভারে গরম হলে। 

রেসের সাথে নাক ও জুড়ে,
ডেকে যায় সেও ফসফসুড়ে। 
অজানা লোক এলে পরে,
ঘুম যে তাহার পালায় দূরে  

অনেক ধরণ তার ও আছে,
পাশের লোকটির জানা আছে।
ডাক শুনে থাক বিরক্তিতে, 
কি আর দোষ নাকের তাতে। 

প্রেরণা বড়াল (লিলি)
রায়পুর,ছত্তিসগড়, ভারত