হে মুগ্ধ গোলাপ সুরভি ছড়াও - এম এ ওয়াজেদ
হে মুগ্ধ গোলাপ ! সুরভি ছড়াও
সুরবাহারের সুরভিত সমুচ্ছ্বাসে
বিচ্ছেদক্লিষ্ট তন্দ্রাবেশ জৌলুস হারাক
অন্তর্দৃষ্টির প্রমোদকাননে নোঙর করুক
নৈশদৃষ্টিহীনতার কিরণময় দুরবিন ৷
অমীমাংসিত ভুল অধ্যায়ের পাদটিকায়
মাধবীলতার মুধুকোষে মৎস্যরেণু খেলা করুক
প্রখ্যাপকের নির্ভেজাল প্রক্ষালনে
কুসুমিত হোক নিরঞ্জনার তারাভ্র ঐকিক আঁচল
অতলান্তিক মননতায় সিক্ত হোক আত্নঘাতী নগরদ্বার ৷
নক্ষত্রপাতের ঊষরপ্রান্তে আবার ফিরে আসুক
গৃহায়নিক সুরভিত গোলাপের প্রস্ফুটিত সুরবোধ
অপসৃত হোক ভ্রূণঘাতী শয্যাকণ্টকের অপচ্ছায়া
স্পন্দনহীন কুপমণ্ডূকতা চিত্তশুদ্ধির ছন্দস্রোতে
মুছে যাক জাত দাসত্বের পৌরাণিক প্রকাশন ৷
বিকুণ্ঠিত বিকৃতির মাৎস্যন্যায় লুপ্ত হোক
লুপ্ত হোক ভস্মাচ্ছন্ন ধৃষ্টতার ছদ্মবেশী দন্তাঘাত
ধ্রিয়মাণ অভীপ্সায় ভরে উঠুক প্রেমের রাজদ্বার
উন্মীলনের অরুণোদয়ে ছড়িয়ে পড়ুক অরুণচ্ছটা
মানুষের সভ্যতা গোলাপের সুরভিতে ধবলিত হোক ৷
এম এ ওয়াজেদ
আমানা গ্রীন সিটি
নওগাঁ সদর, নওগাঁ
-
ছড়া ও কবিতা
-
26-01-2023
-
-