অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
কবিতার যবনিকা -কিরণময় নন্দী

জানো দীপান্বিতা 
তুমি আমার শব্দ-সঙ্গমে কবিতা।

ডায়েরীর পাতায় লেখা শব্দের সমাহার
কালো কুন্তল তোমার উন্মুক্ত চওড়া পিঠ বেয়ে
লাজুক মুখমণ্ডলে ছড়িয়ে পড়েছে রৌদ্রের লাবণ্য
আর.. আর তুমি বসে আছো সেই জানালার পাশে।

জানো দীপান্বিতা
তুমি আমার শব্দ-সঙ্গমে কবিতা।

সেই জানালা, যার প্রান্ত মনে রেখেছে তোমার বন্ধ আঁখি
তোমার চরম নীরবতা
তোমার নীরব আদরের সম্মতি
তোমার আবিষ্কারের উষ্ণতা।

জানো দীপান্বিতা
তুমি আমার শব্দ-সঙ্গমে কবিতা।

তোমার শরীরে নীল অপরাজিতা শাড়ি
গোধূলির শেষ লগ্নে ঘরে ফেরা বলাকার সারি
নদীর শ্রান্ত জলে শেষ ফেরি নৌকো 
আর.. আর তোমার কণ্ঠে রবি ঠাকুর," ভালোবাসি ভালোবাসি...."

জানো দীপান্বিতা
তুমি আমার শব্দ-সঙ্গমে কবিতা।

শেষ বসন্তে লাল পলাশের শবদেহ
তোমার অন্ত্রে কর্কটের জীবাণু
হাসপাতালের জানালায় নুইয়ে পড়া রাধাচূড়ার নিস্তব্ধ চাহনি
তোমার বুকের বামদিকের হৃদযন্ত্রে গতির ওঠানামা।

জানো দীপান্বিতা
তুমি আমার শব্দ-সঙ্গমে কবিতা।

কালবৈশাখীর রুদ্রতান্ডবে শহরে তখন স্বস্তির সমীরণ
তোমার প্রাণবায়ু তখন আলোকবর্ষ দূরে
নিথর ঠোঁটে শুধু আমায় কিছু বলার শেষ ইচ্ছে
চোখের কোণে দুফোঁটা কষ্টের অশ্রু

শোনো দীপান্বিতা 
তুমি আমার শব্দ-সঙ্গমে কবিতার যবনিকা।

কিরণময় নন্দী। হুগলী