প্রাণের অন্তিম অভিলাষ - দেওয়ান সেলিম চৌধুরী
পড়ন্ত বিকেলের আকাশে বহিছে শান্ত বাতাস
সবেমাত্র ডুবে যাওয়া সূর্যের শেষ রক্তিম আভাস
তারই মাঝে উড়ে যাওয়া দিগন্ত জুড়ে
কত বুনো হাঁস।
কত কিছু যায় বলে কোলাহল করে
কিছুই বুঝিনা তার
মনে হয় আনন্দ কোলাহল চলিছে তাদের মাঝে
নীড়েতে ফেরার।
আবারো কি ফেলিবে নোঙর, এই জলাশয়ে
বুঝা বেশ ভার।
কোথায় কতদূরে, কেমনইবা জীর্ণ কুঠির
ওখানে কে আছে প্রতিক্ষায় বসে, যার লাগি মন অস্থির?
তাই দু’ডানায় ভর করে স্বপ্নে দেখা শান্তির নীড়।
পরিত্যক্ত ভবনের কোণে, সে গৃহহারা পাতিলো মাদুর
সাথে কত মশামাছি ছারপোকা নেংটি ইদুর।
ধীরে ধীরে বেড়ে উঠা ছেলেমেয়ে, আত্মীয় স্বজন
চারিদিকে কিছু নেই, শুধু ঘনবন।
একদিন জীর্ণ কুঠিরখানি হয়ে উঠে স্বপ্নের ধন
তাই দিনের শেষে ঘরে এসে তৃপ্ত করে মন।
তীরে ভীড়া নীড়ে ফেরা, এই বুঝি প্রাণের অন্তিম অভিলাষ
কি আশ্চর্য্য মাদকীয় নেশায় টানে, নিজস্ব আবাস।
স্বর্গের প্রলোভন তাই দু’হাতে ঠেলে,
আরো কিছুদিন দেখে যেতে চায়, জীর্ণ কুঠির খানি
দু’চোখ মেলে।
দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
29-01-2023
-
-