অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
সূর্যে ঘুরে আসি - সিদ্ধেশ্বর হাটুই

চাঁদকে ডেকে মঙ্গল দাদা বলে…
শুন ওরে… ও ভাই, একটু কাছে আয়,
বর্তমানে মানুষ বড্ড আকুল হয়েছে -রে,
আমাদের বুকে বাসা বাঁধতে চায়!
একথা শুনে চাঁদ তো অবাক …..
বলে-গোটা পৃথিবীটা তো ওদের জন্য ,
তাতেও থাকার জায়গা পাচ্ছে না ওরা!
দাদা তুমি-ই বলো …এটা নিশ্চয় কার্পণ্য।
মঙ্গল বলে –ও চাঁদ ভাই -মানুষের বুদ্ধি প্রচুর,
তার জন্য তারা বহু দিন ধরে করেছে ব্যয় অনেক।
চাঁদ বলে-আমার বুকে থাকতে পারবে না মানুষ,
তবুও আমি রাখব প্রহরী, অস্ত্র ডজন খানেক।
মঙ্গল বলে –আমি পাই না তো ভয় মানুষদের,
আমার মাঝে থাকবে ওরা, নিস্ফল আশা ওদের।
দু-জনের এই গল্প শুনে সূর্য মামা হাসে,
বলে- একথা জেনে মন এত চঞ্চল কেন তোদের?
জানিস- ওদের পেট চলে চাষবাসে।
একথা শুনে চাঁদ -মঙ্গলের মুখে ফুটল হাসি।
সূর্য বলে –মানুষদের দেখা পেলে জিজ্ঞাসা করবি তাদের,
তোমাদের কী এটাও আশা…. সূর্যে ঘুরে আসি!

সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া