অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
রাইকে স্বাক্ষী রেখে - মোহাম্মদ ইল্ইয়াছ

তোমার-মুখাকৃতি গোলাকার হলেও
বসন্তের গুটি ওঠা বিশ্রী অজস্র দাগ
সেখানে।তোমার-হস্তদুখানা লম্বা হলেও
আঙুল ও নখগুলো ভীষণ কদাকার।

তোমার-বল্লবী দেহখানা কদলী হলেও 
পায়ের রঙে-আফ্রিকান নিগ্রোর ছায়া 
তোমার কুঞ্জ  কেশদাম মসৃণ হলেও 
শুভ্র কাশের দুলুনী খায় বাতাসে। 

তোমার-পাদুখানি কোমল-চিকন হলেও 
গোড়ালী ও নখগুলো ইস্পাতের খনা
তোমার-ঠোঁট দুখানা কৃষ্ণ রঙের হলেও 
লোহার মতো শক্ত এবং ধারালো চাকু।

তোমার-বেশর নাক ও শ্রোত্র আছে ঠিকই 
কিন্তু বোচা  নাকে বাতাস করে হস্তীর কর্ণ যেন
তুমি-যখন দাঁড়াও, তখন কৃষ্ণ পাহাড় হাসে
রাইকে স্বাক্ষী রেখে বলিঃ তুমিই আমার রাধা।

মোহাম্মদ ইল্ইয়াছ
ঢাকা, বাংলাদেশ